আনোয়ারা মাজার গেইটের উত্তর পাশে সানলাইন বাসের ধাক্কায় এক শহরগামী মোটর সাইকেল আরোহী নিহত।
নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান।
তার বাড়ি বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ি।
তার বাবার নাম আবদুল করিম।
মাতার নাম রাশেদা বেগম।
নিহত আব্দুর রহমান একটি প্রাইভেট কোম্পানি টেকনোশিয়ায় চাকরি করেন।
সানলাইন বাসের ড্রাইভার পলাতক বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা আরও জানান, অতিরিক্ত স্পিডে গাড়ী চালান ওই ড্রাইভার।
তারা প্রশাসনকে যথার্থ ব্যবস্থা নেওয়ার জন্য জোরালো দাবি জানান।