করোনার নতুন ধরন ওমিক্রন, বাঁচতে হলে সবাইকে হতে হবে সচেতন এই স্লোগানকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ করেছে লালমনিরহাট জেলা পুলিশ।
সোমবার (১০জানুয়ারী) দুপুরে লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে শহরের প্রাণ কেন্দ্র মিশনমোড় চত্বরে বিভিন্ন যানবাহনের শ্রমিক, পথচারী ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে লালমনিরহাট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান (হেডকোয়ার্টার্স) ট্রাফিক ইন্সপেক্টর সাদাকাতুল বারী, ট্রাফিক আব্দুল কাদের, ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, ট্রাফিক সার্জেন্ট নাজিমসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট