আন্তরিকতায় পাশে থাকুন, দুর্নীতিমুক্ত দেশ গড়ুন”
মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর পৌর শহর শাখার ৬নং ওয়ার্ডে শেরপুর পৌর সভার প্যানেল মেয়র -(২) ও ৬নং ওয়ার্ড কাউন্সিল মোঃ কামাল হোসনকে প্রধান উপদেষ্টা করে মোঃ হারুন অর রশিদকে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩৫ সদস্য বিশিষ্ট আমাদের আইনের ৬নং ওয়ার্ড কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর শহরের নিউমার্কেট আমাদের আইন জেলা কার্যালয়ে কমিটির অনুমোদন দেওয়া হয়।
মানবাধিকার সংস্থা “আমাদের আইন” বৃহত্তর ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর ও শেরপুর জেলার চেয়ারম্যান মোঃ নুর-ই- আলম চঞ্চল ৬নং ওয়ার্ড কমিটির অনুমোদন দেন।
এসময় উপস্থিত ছিলেন, মানবাধিকার সংস্থা “আমাদের আইন” বৃহত্তর ময়মনসিংহ বিভাগের সাব- কো-অর্ডিনেটর ও শেরপুর জেলার সেক্রেটারী মোঃ নাজমুল আলম, শেরপুর পৌর শহর কমিটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, ৩নং বাজিতখিলা ইউনিয়ন কমিটির সভাপতি শাহা আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন প্রমুখ।