নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের মামলার তদন্তের দায়িত্ব পেয়ে দ্বিতীয় দিনের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি।
শনিবার দুপুরে সিআইডির ডিআইজি মাইনুল হাসানের নেতৃত্বে একটি দল মসজিদ ও এর আশপাশের এলাকা পরিদর্শন করে। ঘটনাস্থল পরিদর্শন শেষে সিআইডির ডিআইজি মাইনুল হাসান গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে গ্যাস লিকেজের বিষয়টি প্রমাণিত হয়েছে।
সংশ্লিষ্ট সংস্থা ও তদন্ত কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। যারা দোষী প্রমানিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলা নারায়ণগঞ্জ সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে নাম না জানা কয়েকজনকে আসামি করে মামলা দেন।