রাঙ্গাবালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, চারজনের কারাদণ্ড সঞ্জিব দাস গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন থেকে বহিরাগত চারজনকে পাঁচদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চঘাট এলাকায় ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তানভীর হোসেন এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, রাঙ্গাবালীর পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার খারিজজমা গ্রামের শাকিল (৩৩), একই গ্রামের সজিব চৌধুরী (৩২), কল্যান কলস গ্রামের আল-আমিন (৩০) ও কলাগাছিয়া গ্রামের সোহাগ মিয়া শাকিল (২৪)। এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তানভীর হোসেন বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার দায়ে তাদের আটক করা হয় এবং এ দণ্ড দেওয়া হয়।