পটুয়াখালীর গলাচিপা উপজেলাবাসীর মাঝে মোবাইল সেবা পৌছে দিতে বর্ণাঢ্য আয়োজনে গ্রামীণফোন সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
রবিবার শেষ বিকালে শহরের সদর রোডে(কাজী মসজিদের বিপরীতে)এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গলাচিপা থানার ওসি জনাব শওকত আনোয়ার ইসলাম এবং বরিশাল রিজিওনাল হেড মোহাম্মদ নুরুজ্জামান খান।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হাসান মিল্টন, গ্রামীণফোনের খুলনা সার্কেল রিটেইল হেড-জনাব মোহাম্মেদ সোয়েব আনসার,পটুয়াখালী এরিয়া ম্যানেজার-আশরাফুল ইসলাম হাওলাদার,গলাচিপার টেরিটোরি ম্যানেজার- অপূর্ব কুমার ভট্টাচার্য্য, পটুয়াখালী এরিয়া রিটেল চ্যানেল ম্যানেজার-মোঃ জিয়াউর রহমান ও গলাচিপা গ্রামীণফোন সেন্টারের সত্বাধিকারী জনাব মো: তামিম রায়হান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণফোনের যাবতীয় প্রোডাক্টসহ অধিকতর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এখানে সেবাকেন্দ্র চালু করা হয়েছে।