পটুয়াখালী কর্তৃক পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা।
র্যাব-৮, ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য ১৭/১০/২০২১ইং তারিখ দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মন্দির মার্কেট কুয়াকাটা মহিপুর এলাকায় অভিযান পরিচালনা করে দোকানের পণ্যে সঠিকভাবে মোড়কজাত করণ না করা এবং দোকানে মেয়াদ উত্তীর্ন পন্য রাখার অপরাধে, ১।
বার্মিজ আচার পয়েন্ট এর মালিক মোঃ সিরাজুল ইসলাম (২৯), পিতা-নুরুল হত, সাং-মন্দির মার্কেট, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীকে ৫,০০০/- টাকা, ২। আল-বারাকা স্টোর এর মালিক মোঃ রাসেল (২৬), পিতা-মোঃ কামাল হোসেন সাং-মন্দির মার্কেট, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীকে ৫,০০০/- টাকা এবং ৩।
হানিমুন বার্মিজ স্টোর এর মালিক মোঃ জাহিদুর ইসলাম (৪০) পিতা-মৃত আঃ রাজ্জাক সরদার সাং-মন্দির মার্কেট, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীকে ২৫,০০০/- টাকা সহ সর্বমোট ৩৫,০০০/- টাকা জরিমানা প্রদান করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।