সিলেটের অন্যতম সামাজিক সংগঠন “আমব্রেলা” কর্তৃক ২০২০ সালে আয়োজিত পরিবেশ বিষয়ক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের প্রায় ২০০টি সংগঠনের মধ্যে যাচাই-বাছাই করে বৃক্ষ রোপন এবং পরিচর্যার দিক দিয়ে সারা বাংলাদেশের মধ্যে ১৫ তম এবং সুনামগঞ্জ জেলার মধ্যে একমাত্র সংগঠন হিসাবে এই এওয়ার্ড লাভ করে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী- মেয়র,সিলেট সিটি কর্পোরেশন, বিশেষ অতিথি প্রফেসর আ.ফ.ম জাকারিয়া – শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আব্দুল করিম কিম- কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), শাহ সাহেদা আক্তার- বিভাগীয় সমন্বয়ক, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স এসোসিয়েশন, এবং ইকবাল হোসাইন- ডিস্ট্রিক্ট ইনচার্জ (সিলেট-সুনামগঞ্জ) ক্রাউন সিমেন্ট গ্রুপ উপদেষ্টা, আমব্রেলা।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন আমব্রেলার উপদেষ্টা সদস্য আতিক রহমান এবং সভাপতিত্ব করেন প্রফেসর তাহমিনা ইসলাম- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উপদেষ্টা,আমব্রেলা উল্লেখ্য যে, উক্ত প্রতিযোগিতায় সারা বাংলাদেশের মোট ৪০০ টি সংগঠন রেজিষ্ট্রেশন করে। যাদের মধ্যে ২০০ টি সংগঠন সরাসরি কাজে অংশগ্রহণ করে, এবং তাদের মধ্য থেকেই বিভিন্ন দিক দিয়ে যাচাই-বাছাই এর মাধ্যমে এই এওয়ার্ড প্রদান করা হয়।