নিহতরা হচ্ছে, ওই গ্রামের আইবুল মিয়া (৫০), তার স্ত্রী আবেদা আক্তার (৪০) এবং ছেলে পিন্টু মিয়া (৩০)। এসময় তাপসিয়া নামে দেড় বছরের এক শিশু আহত হয়েছে।
মুমুর্ষ অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মজিবুর রহমান জানান, আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের আইয়বুল মিয়া প্রধানমন্ত্রী দেয়া ঘরে পানি দিচ্ছিল।
এসময় তারে জটিলতা থাকায় বিদ্যুতায়িত হয়ন তিনি। পরে তার স্ত্রী ও সন্তান তাকে বাঁচাতে আসলে তারাও বিদ্যুতায়িত হয়। এতে মারাত্মকভাবে আহত হয় তারা।পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করে।