আজ সোমবার বিকেলে আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে নেত্রকোণা জেলা আনসার ও ভিডিপির ২১ দিন ব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ ২য় ধাপের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
নেত্রকোণা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষক মোঃ তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ আবদুস সামাদ। এই প্রশিক্ষণে ১০০ জন ভিডিপি সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছে।
পরে জেলা শহরে একটি বর্নাঢ্য আনন্দ র্যালী বের করা হয়।