সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) জগন্নাথপুর উপজেলার উদ্যোগে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) বিকেল ৩ টায় স্থানীয় পৌর পয়েন্টে, যথাযথ মর্যাদার সহিত মানববন্ধনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সংগঠনের পিস এম্বাসেডর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী ফারজানা আক্তারের সভাপতিত্বে ও পিস এম্বাসেডর ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মোশাহিদ,
সংগঠনের সদস্য ও প্রবীণ সাংবাদিক শংকর রায়, সাংবাদিক রিয়াজ রহমান, জাপা নেতা আব্দাল হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মোজাম্মেল হক। উক্ত বিশাল মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সহ নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।