পটুয়াখালীর গলাচিপায় তিন সন্তানের জননী স্ত্রীর নির্যাতনের স্বীকার স্বামী জাকির ব্যাপারী (৪০)। জাকির ব্যাপারী হচ্ছেন উপজেলার ডাকুয়া ইউনিয়নরে ফুলখালী গ্রামের ছোমেদ ব্যাপারীর ছেলে। স্ত্রী মাকসুদা বেগম(৩৫) হচ্ছেন গলাচিপা সদর ইউনিয়নরে ইট বাড়িয়া গ্রামের মৃত মজিদ ফকিরের মেয়ে।
জাকির ব্যাপারী জানান, গত ১৭ বছর আগে শরীয়া সুন্না মোতাবেক কাবিনমূলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের দ্যাম্পত্ত জীবনে তিনটি পূত্র সন্তান হয়। তারা সুন্দরভাবে জীবন যাপন করে স্বামীর বাড়িতে। গত ৮ বছর আগে ইটবাড়িয়া স্বশুর বাড়িতে সরকারীভাবে টিনসেটের একটি ঘর পেয়ে তারা সেখানে বসবাস করে।
ভুল বুঝাবুজির কারনে স্ত্রী স্বামীর বিরুদ্ধে আদালতে হয়রানি মামলা করেন। স্বামী হয়রানি মামলায় প্রায় ৮ দিনের মত জেল হাজতে থাকেন। জেল থেকে জামীনে বের হয়ে এখন তিনি নিরুপায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন।
এ বিষয়ে ইউপি সদস্য রাকিব মোল্লা জানান, আসলেই জাকির ব্যাপারীকে তার স্ত্রী হয়রানি মামালা দিয়ে দেশ ছাড়ার পায়তারা করছে। এ বিষয়ে স্ত্রী মাকসুদা বেগমের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
তিনি আরও বলেন, পরিবারটি আসলেই হতদরিদ্র। গলাচিপা সদর ইউনিয়নের ইট বাড়িয়া ইউপি সদস্য মোহন মাঝি বলেন, মামলা হওয়ার পরেও দুপক্ষকে নিয়ে বেশ অনেকবার বসেছি কোন পক্ষকেই মানাতে পারিনা।