সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বৃহত্তম সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (০১লা অক্টোবর) বিকেল ২ টায় আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় মার্কেটস্থ (২য় তলায়) সংগঠনের কার্যালয়ে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’র সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান হিমেলের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধাণ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি।
অন্ন্যানোর মধ্যে বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ারের সাবেক সভাপতি মাসুম মিয়া ও জহিরুল ইসলাম মুন্না, আলী হোসেন প্রমূখ। সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাহিত্য সম্পাদক ইমাম হোসেন।
এ সময় বক্তারা সংগঠনের ভূয়সী প্রশংসা করে বলেন, স্টুডেন্ট কেয়ার জগন্নাথপুর ইতিমধ্যে সর্বস্থরের মানুষের মনের কোঠায় জায়গা করে নিয়েছে। একঝাক তরুণের দীপ্ত প্রতিঙায় সংগঠনের কার্যক্রম সুনামের সাথে এগিয়ে চলেছে। সামাজিক নানা কর্মকান্ডের মাধ্যমে সংগঠনের সদস্যরা সর্বমহলে ইতিমধ্যে প্রশংসিত হচ্ছেন।
এই তরুনরাই একদিন কাজের মাধ্যমে এ উপজেলার মানুষকে আলোর পথ দেখাবে এটা আমাদের বিশ্বাস। পরে সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জীবন সদস্যবৃন্দের দেয়া অনুদানে প্রায় শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। পরিশেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিশেষ মোনাজাত পেশ করেন কারী মোঃ আনোয়ার হোসেন।