ধর্মীয় রাষ্ট্র নয়,ধর্ম নিরপেক্ষ রাস্ট্র চাই, এই শ্লোগানকে সামনে রেখে , সামাজিক যোগাযোগ ফেসবুক এর মাধ্যমে মিথ্যা মামলায় কারাবন্দী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দের মুক্তি ও বিভিন্ন জেলায় হিন্দু ধর্মীয় উপাসনালয় মন্দিরে থাকা প্রতিমা ভাংচুরকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমৃলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর সোমবার বিকালে স্থানীয় দয়াময়ীমোড় চত্বরে ঘন্টাব্যাপি এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্ধান্ত শংকর রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু – বৌদ্ধ – খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন বণিক,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহসভাপতি পরিতোষ কুমার পন্ডিত,সুভাস সাহা,সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে বাচ্চু,সহ গণ সংযোগ বিষয়ক সম্পাদক সৌমিক কান্তি ধর, প্রচার সম্পাদক অমত্যে দেব, সদস্য প্রণব বসাক সুবল, বাংলাদেশ হিন্দু – বৌদ্ধ -খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার আহবায়ক রিপন দাম,সদস্য সচিব অনিক দেবনাথ শুভ প্রমুখ। এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।