নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার সড়ক দুর্ঘটনায় রাসেল নামের এক কিশোর নিহত হয়েছে।
আজ দুপুরে একটি পিকাপ মদনের দিকে যাচ্ছিল পরে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিকাটা নামক স্থানে একটি গাছে ধাক্কা দেয়। এ সময় গাছের নিচে বসে থাকা রাসেল নামের এক কিশোরকে চাপা দেয়। পরে রাসেল ঘটনাস্থলে মারা যায়।
এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবালের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ছেলেটি ঘটনাস্থলে মারা যায় তবে ড্রাইভারকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে।