বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকুতোভয় যোদ্ধা ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্তের (সিআর দত্ত) মরদেহ দেশে আসছে সোম বা মঙ্গলবার।
জেনারেল দত্ত জাতীয় নাগরিক কমিটি এক প্রেস বিজ্ঞপ্তেতে এ তথ্য জানিয়েছে।
বীর মুক্তিযোদ্ধা জেনারেল দত্তের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপনার্থে সাবেক সেনাপ্রধান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জেনারেল অবসরপ্রাপ্ত কে এম শফিউল্লাহ কে আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক বুদ্ধিজীবী শাহরিয়ার কবিরকে সদস্যসচিব করে ১০০১ সদস্য বিশিষ্ট এক জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বয়েন্টনবিচ বেথেসডা সাউথ হাসপাতালের হসপিস কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় গত মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এরপর থেকেই পরিবারের পক্ষ থেকে এ বীরের মরদেহ দেশে আনার ইচ্ছার কথা জানানো হয়।