অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামের বহিষ্কারাদেশ প্রত্যাহার: তৃণমূলে আনন্দের বন্যা। পটুয়াখালী জেলা বিএনপির রাজনীতিতে এক আলোড়ন সৃষ্টিকারী খবর। দীর্ঘ প্রতীক্ষার পর, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সফল সভাপতি, এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। কেন্দ্রীয় বিএনপি’র প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁকে বহিষ্কার করা হয়। তবে এডভোকেট কালামের আবেদন অনুযায়ী, সেই আদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। এডভোকেট কালাম ছিলেন দলের দুর্দিনের একজন নিবেদিত ব্যক্তি। তিনি অসংখ্য নেতাকর্মীর মামলায় বিনা খরচে দীর্ঘদিন লড়াই করেছেন। তাঁর এই প্রত্যাবর্তনের খবরে পটুয়াখালী জেলার তৃণমূল নেতাকর্মী ও ভক্ত-সমর্থক গোষ্ঠীর মধ্যে বাঁধভাঙা আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। নেতাকর্মীরা এই ঘটনাকে ‘ত্যাগীদের সাফল্য’ হিসেবে দেখছেন। তাঁদের অভিযোগ, কতিপয় ষড়যন্ত্রকারী ‘মীরজাফর’ নেতার কারণে তিনি অপরাধ না করেও শাস্তি পেয়েছিলেন। অ্যাডভোকেট কালামের মতো একজন ত্যাগী ও পরীক্ষিত নেতার রাজনৈতিক মঞ্চে ফিরে আসা পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে ‘নতুন মাত্রা’ যোগ করবে। তাঁর নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে এবং আন্দোলন-সংগ্রামে নতুন গতি পাবে— এমনটাই প্রত্যাশা স্থানীয় কর্মীদের। পটুয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে, ডেক্স রিপোর্ট স্বাধীন বাংলা টিভি।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






