ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে কোনো কোনো রাজনৈতিক দল দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচন হতে দিতে চাইছে না এবং নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা জরুরি।
গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, “এটা ঠিক হচ্ছে না। এখন দরকার দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার। কারণ দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে এটার ওপর।”
সংস্কার ও বিএনপির ভূমিকা
সংকট উত্তরণে সংস্কারের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপির জন্মই হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। তিনি দাবি করেন, এ দেশে যত ভালো কাজ হয়েছে, তার অধিকাংশ বিএনপির হাত ধরেই হয়েছে। অন্তর্বর্তী সরকারের অধীনে কিছু সংস্কারমূলক কাজ অল্প সময়ের মধ্যে শেষ করার প্রয়োজনীয়তা ছিল এবং তা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, “সংস্কারের মধ্য দিয়ে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসনব্যবস্থা নিয়ে এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক স্বাধীনতা, মেয়েদের লেখাপড়া, চাকরি দেওয়া, মহিলাবিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা সবই তো বিএনপির করা।”
শহীদ জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্যাসিস্ট সরকার কর্তৃক জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টার সমালোচনা করেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করেছিল, তার মাজার পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ যাকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য— তাকে কি এত সহজেই ছুড়ে ফেলা যায়? কখনো যায় না।”
তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “তারেক রহমান স্বাধীনতার পতাকা, দেশের মানুষের অধিকারের পতাকা, গণতন্ত্রের পতাকা, উন্নয়নের পতাকা হাত উঁচু করে তুলে ধরেছেন। আমরা তার নেতৃত্বে নিশ্চয়ই বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব এবং গণতন্ত্রকে আরও উজ্জীবিত করব, ইনশাল্লাহ।”
গ্রন্থের পরিচিতি ও অন্যান্য বক্তা
অনুষ্ঠানে উন্মোচিত ৬৪০ পৃষ্ঠার সংকলিত গ্রন্থ ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’য় মোট ১৩টি অধ্যায় রয়েছে। এর একটি অধ্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লেখা ‘আমার বাবা’ শীর্ষক লেখাটি স্থান পেয়েছে।
বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ্ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল প্রমুখ।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






