বদরপুর ইউপিতে VWB দুর্নীতি: ৭-১০ হাজারে বিক্রি হচ্ছে নামের তালিকা, অভিযোগ ফাঁস
পটুয়াখালী সদর উপজেলার ২নং বদরপুর ইউনিয়ন পরিষদে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি (VWB)-এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। খোদ ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য এই দুর্নীতির বিষয়ে মুখ খুলেছেন।
তাঁরা জানান, দুঃস্থ নারীদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাৎ করা হচ্ছে। সম্প্রতি পরিষদের এক নারী সদস্যের ফাঁস হওয়া একটি কল রেকর্ড থেকে এই অভিযোগ আরও গুরুতর রূপ নিয়েছে। ওই কল রেকর্ড থেকে জানা যায়, প্যানেল চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সচিবের যোগসাজশে টাকার বিনিময়ে অবৈধভাবে সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয়। ক্ষেত্রবিশেষে, তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ৭ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
সদস্যরা আরও বলেন, প্যানেল চেয়ারম্যানের রাজনৈতিক প্রভাব ও পুলিশি হয়রানির ভয়ের কারণে তাঁরা প্রকাশ্যে এসব অনিয়মের প্রতিবাদ করতে পারছেন না। তাঁদের দাবি, প্রতিবাদ করলে মিথ্যা মামলা বা হয়রানির শিকার হতে হয়, যা ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রমে ভয়ের পরিবেশ তৈরি করেছে।
বদরপুর ইউপিতে VWB দুর্নীতি: ৭-১০ হাজারে বিক্রি হচ্ছে নামের তালিকা, অভিযোগ ফাঁস| Sadhin BanglaTV
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






