বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার রাজনৈতিক কার্যালয়ে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এই আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ, ১৫ই আগস্ট, শুক্রবার, রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল অংশগ্রহণ। এই দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হয়।
এই আয়োজনটি কেবল জন্মদিনের আনুষ্ঠানিকতা নয়, বরং দলের কঠিন সময়ে নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি প্রকাশের একটি মাধ্যম হিসেবেও বিবেচিত হচ্ছে।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






