ডাকসু’র সাবেক ভিপি ও গনধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু এর সাথে পটুয়াখালীর দশমিনায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ডাক বাংলোতে এ মতবিনিময় সভা হয়। এসময় উপস্থিত ছিলেন দশমিনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহম্মেদ, সাধারন সম্পাদক সঞ্জয় ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি বেল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জায়েদ মোল্লা ও সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মামুন তানভির সহ অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নে ডাকসু’র সাবেক ভিপি ও গনধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেন, আওয়ামীলীগ হামলা চালিয়েছে, গুলি করেছে, মানুষ হত্যা করেছে।
এমন কি আওয়ামীলীগ বিগত ১৫ বছর দেশের গনতন্ত্র ভোটাধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে। কাজী আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি দেশে থাকা উচিত নয়। ইতিমধ্যেই ছাত্রলীগের রাজনীতি নিষেদ্ধ হয়েছে। আওয়ামীলীগের গনতান্ত্রিক বাংলাদেশে ফ্যাসিবাদের ঠাই হবে না এঁটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন।