পটুয়াখালীর গলাচিপায় বরিবার দুপুর ১ টার দিকে রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়ার ১নং ওয়ার্ডের একটি দোকানের গোডাউন হতে সরকারের বরাদ্দকৃত ১৪ বস্তা জেলে চাল পাওয়া যায়।
মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের অবরোধের কারণে জেলেদের জন্য ২৫ কেজি করে সরকারি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ৩নং ওয়ার্ডের মাসুম মেম্বারের বিরুদ্ধে জেলেদের চাল পুরোপুরি বিতরণ না করে ১৪ বস্তা চাল অন্ত্র সরিয়ে নেওয়ার অভিযোগ উঠে। মৎস্যজীবিদের এ সরকারি চাল আটক করেছেন এলাকাবাসী সহ ভুক্তভোগী জেলেরা।
বাংলাদেশ সেনাবাহিনী সংবাদ পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে চলে আসলেও মাসুম মেম্বারের দেখা মেলেনি। পরে রাত ৭টা ৩০ মিনিটের দিকে সংবাদ পেয়ে মোঃ নাছিম রেজা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান উপস্থিত থেকে মাস্টার রোলের সিট দেখে প্রকৃত জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হয়। প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।