পটুয়াখালী জেলা যুবদল নেতার ভয়ে দিশেহারা পুরো পরিবার, আতঙ্কে কাটাচ্ছে দীর্ঘদিন না জানি কি হয়। ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মোঃ ওমর আজম। লিখিত বক্তব্য পাঠ করে সুনান, সাংবাদিকদের তিনি বলেন।
মরহুম কাঞ্চন আলী মিয়ার সন্তান,পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, ও তার বড় ভাই গোলাম সরোয়ার ফোরকান, শফিকুর রহমান চান, রিপন চেয়ারম্যান, সহ অন্যান্যরা দলীয় প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে বেআইনীভাবে তাদের সম্পত্তি জবর দখল করে আসছেন।
এছাড়া ওমর আজমের অভিযোগ, এই বিরোধের কারণে তার পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের সামাজিক মান-মর্যাদা ক্ষুন্ন করা হচ্ছে।
সম্প্রতি, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন এর চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী ওমর আজমের আইনজীবী পুত্র মোঃ গাফুরুল আজম সাফিনকে হত্যার হুমকি প্রদান করেছে বলে অভিযোগ করেন। উল্লেখযোগ্য প্রমাণ হিসেবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ তুলে ধরেন সংবাদ সম্মেলনে আশা, মোঃ ওমর আজম। তবে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেছে, জেলা যুবদলের ২ কর্মীকে দেখা যায় এদিকে এ নিয়ে থানায় অভিযোগ করা হলেও স্থানীয় প্রভাবশালীদের কারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বলে দাবি করেন ওমর আজম। নিরুপায় হয়ে তিনি সাংবাদিক ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে সুষ্ঠু বিচার ও সুরক্ষার আবেদন জানিয়েছেন।
এদিকে উক্ত বিষয় জানতে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের কাছে ফোন করলে। তিনি বলেন এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তাদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে একাধিক কেস মামলা রয়েছে আপনারা তদন্ত করে দেখুন আমি অপরাধী কিনা।