‘জন্ম-মৃত্য নিবন্ধন আনবে দেশে সুশাসন’ এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
রবিবার (০৬ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালীটি পটুয়াখালী ফোর লেন রাস্তায় সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ পটুয়াখালীর উপ-পরিচালক (উপ-সচিব) জুয়েল রানার সভাপতিত্ব ও সহকারী কমিশনার পাপিয়া সুলতানা লিজার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মো. খায়রুল ইসলাম মল্লিক, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাতা আরা জামান উর্মি, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু সুফিয়ান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়াল, লাউকাঠি ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াছ বাচ্চু, কমলাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা, ভুরিয়া ইউপি চেয়ারম্যান রুবেল আহমেদ, বদরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব, নারী উন্নয়ন কর্মী মাহফুজা ইসলাম, শিক্ষার্থী তাইদুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সঠিক জন্ম-মৃত্যু নিবন্ধন করা সকলের দায়িত্ব রয়েছে। একটি উন্নত রাষ্ট্র গঠনে ও উন্নত জীবন এবং সকল নাগরিক অধিকার প্রাপ্তিতে সঠিক জন্ম নিবন্ধন অপরিহার্য। তাই ইউপি চেয়ারম্যান, মেম্বর ও চৌকিদারসহ সবাইকে সঠিক জন্ম-মৃত্যু নিবন্ধন করতে সচেতন থাকার কথা বলেন বক্তারা।