শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে মাদ্রাসা থেকে হ্যান্ডকাপ পরিয়ে কিশোরকে অপহরণ। ইজতেমা ময়দানে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক জেলা জজের ড্রাইভার পরিচয়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে হত্যার উদ্দেশ্য সাংবাদিককে বেধরক মারধর থানায় মামলা। কসম পাচার কালে মূল হোতা আটক গলাচিপায় চেতনানাশক দ্রব্য ব্যবহার করায় মা-ছেলে অসুস্থ  গলাচিপায় পাচারের সময় ১৭ কচ্ছপসহ ব্যবসায়ী আটক লালমনিরহাটে আ.লীগ নেতা সুমন খান ও স্ত্রীর ব্যাংকে ২৩৭ কোটি টাকা, অর্থপাচার মামলা গলাচিপায় পুলিশের মধ্যস্থতায় আড়ৎদারের টাকা ফেরত দিয়েছেন ফল ব্যবসায়ী গলাচিপায় জেলেদের মাঝে চাল বিতরন

পটুয়াখালী শাজাহান খান হত্যা মামলার আসামি যারা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ সময় দর্শন

বরাবর

অফিসার ইনচার্জ

পটুয়াখালী থানা, পটুয়াখালী।

বিষয়ঃ এজাহার প্রসঙ্গে।

বাদীঃ মোঃ শিপলু খান (৪৬), জাতীয় পরিচয় পত্র নম্বর-৯১১৬৫৭৩৮৩৪, জন্ম তারিখ-০১-০৫-১৯৭৯ খ্রিঃ, পিতা- মৃত আলহাজ্ব শাহজাহান খান, সাং-সবুজবাগ, ৪নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, থানা ও জেলা পটুয়াখালী।

আসামীঃ ১। কাজী আলমগীর (৬৫) পিতাঃ মৃত কাজী মোজাম্মেল সাং- দক্ষিন সবুজ বাগ শিশু সদন রোড, ২। সালাউদ্দীন হিরা (৩২) পিতাঃ শাহাবুদ্দীন মহুরি, সাং মরিচবুনিয়া এ/পি সাং সবুজবাগ, ৩। মোঃ আঃ গনি (৪৫) পিতা- মোক্তার হাওলাদার সাং- কাকছিরা পুকুরজনা, এ/পি সাং গোরস্থান রোড, ৪। সুমন (৩২) পিতাঃ গাজী জয়নাল সাং গেড়াখালী মাদারবুনিয়া হাল সাং পাওয়ার হাউজ রোড, ৫। মোঃ টিপু প্যাদা (৩০) পিতাঃ বাবুল প্যাদা, সাং- দক্ষিন সবুজবাগ প্যাদাবাড়ি, ৬। মোঃ আতিকুর রহমান পারভেজ (৩৫) পিতা আজিজ মৃধা সাং-সারিকখালী, ইউপি- কালিকাপুর, ৭। মোঃ তানভীর আহম্মেদ আরিফ (২৮) জামাল গাজী সাং- কাঠপট্রি ৮। মিজানুর রহমান মিজান (৪২) পিতাঃ খবির হাওলাদার সাং- ইটবাড়িয়া, এ/পি সাং গোরস্থান রোড, ৯। মোঃ মানিক (৩৬) পিতাঃ অজ্ঞাত সাং- তেলিখালী, ১০। অলি (৪২) পিতাঃ শামসুল হক ফকির সাং নন্দকানাই এ/পি সাং গোরস্থান রোড, ১১। মোঃ মানিক (৩৫) পিতাঃ আবু হানিফ মোল্লা সাং খালিশাখালী, ইউপি- বদরপুর, ১২। মোঃ সাহিন তালুকদার (৩৮) পিতাঃ মৃতঃ আকরাম তালুকদার সাং কলাতলা, ১৩। মোঃ আব্দুল্লাহ তালুকদার (৩২) পিতাঃ বজলুর রহমান তালুকদার সাং চৌরাস্তা, টাউন কালিকাপুর, পটুয়াখালী পৌরসভা, ১৪। মোঃ শাওন (৪০) পিতাঃ কাজী আলমগীর সাং দক্ষিন সবুজ বাগ শিশু সদন রোড, ১৫। মোঃ আসিফ ফকির (২৮) পিতাঃ রব ফকির সাং ইটবাড়িয়া, ১৬। মোঃ আকাশ (৩০) পিতাঃ বাচ্চু মিয়া, সাং শান্তিবাগ, ১৭। অলিউল্লাহ অলি (২৮) পিতাঃ শাহাবুদ্দিন মহুরি সাং- মরিচবুনিয়া এ/পি সাং সবুজবাগ, ১৮। মোঃ জাহিদ (২৯) পিতাঃ বাচ্চু আকন, সাং শান্তিবাগ, ১৯। মোঃ ফয়সাল (৩৫) পিতাঃ কালাই খা সাং নতুন বাজার, ২০। মোঃ ইমন (৩০) পিতাঃ জাফর মৃধা সাং গুলবাগ, ২১ আল আমিন (২৮) পিতাঃ হবিব মিয়া সাং ৯নং লেন সবুজবাগ, ২২। মোঃ সেলিম (৪৮) পিতাঃ মজিদ তশিলদার সাং নতুন বাজার, ২৩। মোঃ ইউনুচ গাজী (৪৫) পিতাঃ কাদের গাজী সাং-বদরপুর ৯নং ওয়ার্ড, ২৪। মোঃ এমদাদ হাওলাদার (৩৮) পিতাঃ আজিজ হাওলাদার সাং পাটুখালী, ২৫। মোঃ ইভান মৃধা (২৯) পিতাঃ অজ্ঞাত, সাং- টাউন কালিকাপুর, ২৬। মোঃ আরিফ (৩০) পিতাঃ মতিয়ার রহমান সাঃ শান্তিবাগ, ২৭। মোঃ ফারুক (৪০), পিতাঃ আমজেদ ফকির সাং ইটবাড়িয়া, ২৮। মোঃ যুব (৩২) পিতাঃ নুর মোহাম্মাদ সাং বড় বিঘাই, ২৯। মোঃ বাদল ঘরামি (২৮) পিতাঃ ফারুক ঘারামি সাং- পিডিএসমাঠ, ৩০। মিরাজ সিকদার (৩২) পিতাঃ মিজান সিকদার সাং কেশবপুর, ইউপি- জৈনকাঠী, ৩১। সাজিদ সিকদার (৩৬) সোহেল সিকদার সাং কেশবপুর, ইউপি- জৈনকাঠী, ৩২। মোঃ ইয়ামিন (২৮) পিতা রেজাউল সাং চানমারী সড়ক, বড়বাড়ী, ৩৩। মোঃ মানসুর বয়াতী (৩০), পিতা মোঃ সেলিম বয়াতী, সাং চরপাড়া, পটুয়াখালী পৌরসভা, ৩৪। মোঃ সাব্বির হোসেন (২৫), পিতা- মোঃ আলমগীর হোসেন সাং সবুজবাগ, পটুয়াখালী পৌরসভা, ৩৫। মোঃ মেহেদী (২৩), পিতা মোঃ মজিদ, সাং সবুজবাগ, পটুয়াখালী পৌরসভা, সর্ব থানা- পটুয়াখালী, ৩৬। মোঃ সাব্বির হোসেন মোল্লা (২৮) পিতাঃ শাহাবুদ্দিন মোল্লা, সাং কনকদিয়া, থানা- বাউফল, সর্ব জেলা পটুয়াখালী সহ আরো ১০০/১৫০

জন অজ্ঞাতনামা আসামীরা।

সাক্ষীদের নাম ও ঠিকানা-১। নুরুল হুদা (৫০), পিতাঃ ডিপ্টি মিয়া, ২। সাইদুল (৩৫) পিতাঃ চান মিয়া, ৩। মোঃ ইসহাক (৪০) পিতাঃ রব মোল্লা, ৪। মোঃ শাহাবুদ্দিন (৩৫), পিতাঃ শাহ আলম, ৫। মাহাবুল (৪৫) পিতাঃ লালু খা, ৬। বশির (৩৫) পিতাঃ সেকান খা,৭। রিফাত খা(৩৫) পিতাঃ ফোরকান, ৮। রাসাদ খা (৩৮) পিতাঃ ইব্রাহিম খ্য সর্ব সাং সুতাবাড়িয়া, থানা- গলাচিপা, ৯। সাহেদুল ইসলাম রনি (৩৫) পিতাঃ সোহরাব মিয়া, সাং ইটবাড়িয়া, ১০। মোঃ খবির (৩৬) পিতাঃ ফজুরউদ্দিন ফকু সাং বোতলবুনিয়া থানা-পটুয়াখালী, ১১। ফারুক বিশ্বাস (৫০) পিতা কাদের বিশ্বাস সাং-বদরপুর, ১২। মোঃ জাকির খান (৩৬), চায়ের দোকান দার, পিতা বারেক খান, সাং বদরপুর, ১৩। মোঃ শাহজাহান, পিতা আব্দুল কাদের মুন্সী, সাং শিয়ালী, ফলের দোকান, ১৪। জালাল আকন, পিতা আব্দুল লতিফ আকন, সাং শিয়ালী, মুড়ির দোকান, সর্ব থানা- পটুয়াখালী, সর্ব জেলা পটুয়াখালী আরো অনেকে আছে।

ঘটনার তারিখ ও সময়ঃ ইং-০৪-১১-২০২২ তারিখ বিকাল অনুমান ০৫.৫০ ঘটিকার সময়।

ঘটনার স্থান। পটুয়াখালী থানাধীন বদরপুর ইউনিয়নের শিয়ালী সাকিনস্থ শিয়ালী চৌরাস্ত পটুয়াখালী টু বরিশাল মহাসড়কের কালভাট সংলগ্ন জনৈক মোঃ ফারুক বিশ্বাসের চাঁয়ের দোকানের সামনে রাস্তার উপর।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ শিপলু খান (৪৬), জাতীয় পরিচয় পত্র নম্বর-৯১১৬৫৭৩৮৩৪, জন্ম তারিখ-০১-০৫-১৯৭৯ খ্রিঃ, পিতা- মৃত আলহাজ্ব শাহজাহান খান, সাং-সবুজবাগ, ৪নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, থানা ও জেলা পটুয়াখালী থানায় হাজির হইয়া এই মর্মে উপরোক্ত আসামীগন সহ অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করিতেছি যে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক। মৃত আলহাজ্ব শাহজাহান খান এর জৈষ্টপুত্র। আসামীরা একদলীয় সন্ত্রাসী মাস্তান, ফ্যাসিষ্ট ও চাঁদাবাজ শ্রেনীর লোকবটে। আমার বাবা মৃত আলহাজ্ব শাহজাহান খান গলাচিপা ও দশমিনা সংসদীয় আসন-৩ এর সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক। খুন হওয়াকালিন সময় পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। আমার মৃত আলহাজ্ব শাহজাহান খান একজন পরিচ্ছন্ন রাজনিতিবিধ, ব্যবসায়ী জনদরদী হিসেবে জীবন যাবন করিছেলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত বিভাগীয় সমাবেশ ইং-০৫-১১-২০২২ তারিখ বেলস পার্ক, বরিশালে বিকাল ০২.০০ ঘটিকায় হওয়ার লক্ষ্যে পটুয়াখালী জেলা বিএনপি কর্তৃক উক্ত সমাবেশ সফল করার উদ্দেশ্যে মৃত আলহাজ্ব শাহজাহান খান প্রস্তুতি সভা, মিটিং ও প্রচার প্রচারনায় ০২-১১-২০২২ ইং তারিখ থেকে সম্মুখ সারিতে অবস্থান করে নের্তৃত্ব দিয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71