পটুয়াখালীতে নবাগত পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর যোগদান উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) বেলা তিনটায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সদস্য লোকমান মৃধা, নবাগত পুলিশ সুপারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়, একটি তথ্য শেয়ার করেন, তিনি বলেন একজন আন্দোলনকারীকে যখন ছাত্রলীগ মেরে ফেলার চেষ্টা করে তখন পেশাগত দায়িত্ব রেখে তাকে, বাঁচাতে আমি ছুটে যাই আমার উপরও হয় তখন হামলা, এক পর্যায়ে পটুয়াখালীর সদর থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ঘটনাস্থলে দ্রুত সময় না গেলে হয়তোবা আজ আমি কথা বলতে পারতাম না, এছাড়াও মাদকের সংবাদ প্রকাশ করায় দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে গণমাধ্যম কর্মীদের উপরে শত্রুতা উক্ত বিষয়ে আপনি কি পদক্ষেপ নিবেন।
জবাবে নবাগত পুলিশ সুপার বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু’ প্রচলিত এ কথাটিকে আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই।
পুলিশের প্রতি জনগণের আস্থার জায়গাটুকু আমি যেকোন মূল্যে ফিরিয়ে আনতে চাই। সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, আমি আপনাদের সহযোদ্ধা হতে চাই।
আপনারা বস্তুনিষ্ঠভাবে প্রকৃত ঘটনা তুলে ধরবেন। মানুষের আস্থা অর্জন করেই আমরা ভবিষ্যৎ পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।এছাড়াও জেলার মাদক, চাঁদাবাজি, আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল ও সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জসিম, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের, প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সকল সদস্যরা।