পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখায় ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।
পটুয়াখালীর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, (আহমাদ মাঈনুল হাসান) একপ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম, পিপিএম-সেবা, মহোদয়ের দিক নির্দেশনায় জনাব একেএম আজমল হুদা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালী এর নেতৃত্বে অদ্য ইং ১৩-০৭-২০২৪ তারিখ পটুয়াখালী জেলার পটুয়াখালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ)/সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পটুয়াখালী থানাধীন পটুয়াখালী পৌরসভার পুরাতন ফেরীঘাট সংলগ্ন জব্দ তালিকার ২নং সাক্ষী সুধীর চন্দ্র দাস (৫৩) এর রিক্সা গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১।
মোঃ কামাল খান (৪৪), পিতা-মৃত কদম আলী খান, সাং-খলিশাখালী, ৫নং ওয়ার্ড, বদরপুর ইউপি, থানা ও জেলা-পটুয়াখালীকে ০১টি নীল রংয়ের জিপারের মধ্যে রক্ষিত ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ৫(পাঁচ) গ্রাম, অবৈধ বাজার মূল্য অনুমান (৫০×৩০০)=১৫,০০০/-(পনের হাজার) টাকা সহ ইং ১৩-০৭-২০২৪ তারিখ রাত ২৩:১০ ঘটিকার সময় আটক করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।