পটুয়াখালীর দুমকি থানায় ০২টি ছাগল ও চোরাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি সহ বিভিন্ন জেলায় একাধীক মামলার ৩জন আন্তঃ জেলা পেশাদার চোর আটক।*
পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম, পিপিএম-সেবা মহোদয়ের দিক নির্দেশনায় জনাব তারেক মোহাম্মদ আবদুল হান্নান, অফিসার ইনচার্জ ও মোহাম্মদ শফিউর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত), দুমকি থানা এর তদারকীতে ৪নং বিট অফিসার এসআই মোঃ শাহীন হোসেন সঙ্গীয় ফোর্স সহ স্থানীয় লোকজনের সহায়তায় ইং ১৩-০৭-২০২৪ তারিখ দুপুর ০১.০৫ ঘটিকার সময় দুমকি থানাধীন আঠারগাছিয়া মাদ্রাসা ব্রীজ নামক এলাকা হইতে ২টি বাদমী রংয়ের ছাগল ও চোরাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি সহ বিভিন্ন জেলায় একাধীক মামলার ৩জন আন্তঃ জেলা পেশাদার চোর আটক করেন।
আটককৃত চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
*১। এলেন প্যাদা(৩৫), পিতা- ইউনুস প্যাদা, মাতা-নাছিমা বেগম, সাং-ছত্রকান্দা, ৬নং ওয়ার্ড, কাছিপাড়া ইউপি, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, এ/পি-পলাপুর, বউবাজার, আনোয়ার সিকদার এর ভাড়াটিয়া, থানা-কাউনিয়া, জেলা-বরিশাল এর বিরুদ্ধে-
১। বিএমপি এর বন্দর থানার ,এফআইআর নং-১৫/৮৬, তারিখ- ২১ মে, ২০২২; জি আর নং-৮৬/২০২২ (বন্দর); সময়- ২১:৩৫ ঘটিকা ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত/বিবাদী – চার্জশীট :-৮০, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে
২। ঝালকাঠি এর নলছিটি থানার ,এফআইআর নং-১, তারিখ- ০১ অক্টোবর, ২০২১; জি আর নং-১৩৫, তারিখ- ০১ অক্টোবর, ২০২১; সময়- ০৬.১৫ ঘটিকার সময় ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত/বিবাদী – চার্জশীট :-১৩৭, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে
৩। পটুয়াখালী এর মির্জাগঞ্জ থানার ,এফআইআর নং-৬/৪২, তারিখ- ০৯ এপ্রিল, ২০২১; সময়- ১১:৩০ ঘটিকা ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত/বিবাদী –
৪। বিএমপি এর কোতয়ালী থানার ,এফআইআর নং-৪৯, জি আর/১৬২/২০১৮(২W৩VF), তারিখ- ১৯ মার্চ, ২০১৮; জি আর নং-১৬২/২০১৮(কোতয়ালী), তারিখ- ১৯ মার্চ, ২০১৮; সময়- সকাল ০৯:৩৫ ঘটিকা। ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০; , মামলায় তদন্তে সন্দিগ্ধ –
৫। বিএমপি এর এয়ারপোর্ট থানার ,এফআইআর নং-২৫/১৩৫, তারিখ- ২২ এপ্রিল, ২০২২; জি আর নং-১৩৫, তারিখ- ২২ এপ্রিল, ২০২২; সময়- সময় ২২.০৫ ঘটিকা। ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত/বিবাদী – চার্জশীট :-১৫২, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে
৬। পটুয়াখালী এর মির্জাগঞ্জ থানার ,এফআইআর নং-৬, তারিখ- ২৪ জানুয়ারি, ২০২৪; জি আর নং-৬, তারিখ- ২৪ জানুয়ারি, ২০২৪; সময়- ১৭:১৫ ধারা- 379/411 The Penal Code, 1860; , এজাহারে অভিযুক্ত/বিবাদী – চার্জশীট :-৫২, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে
*২। মোঃ রুবেল হাওলাদার(সিএনজি ড্রাইভার)(৩৪), পিতা-মৃত আব্দুর রব হাওলাদার, সাং-পাকমহর, বড়বাড়ি, ৯নং ওয়ার্ড, ইউপি-কেওড়া, থানা-ঝালকাঠি সদর, জেলা-ঝালকাঠি,*
১। (9FMUB) পটুয়াখালী এর মির্জাগঞ্জ থানার ,এফআইআর নং-৬, তারিখ- ২৪ জানুয়ারি, ২০২৪; জি আর নং-৬, তারিখ- ২৪ জানুয়ারি, ২০২৪; সময়- ১৭:১৫ ধারা- 379/411 The Penal Code, 1860; , এজাহারে অভিযুক্ত/বিবাদী – চার্জশীট :-৫২, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে
*৩। মোঃ সম্রাট সিকদার(৩৫), পিতা-রফিক সিকদার, সাং-মুখিয়া, ৬নং ওয়ার্ড, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি।* কোন মামলা নাই।
এদিকে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে তার থানার সকল পুলিশ জিরো ডলারেন্স নীতি গ্রহণ করবেন।