পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখায় ২৫(পচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।
পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম পিপিএম- সেবা, মহোদয়ের দিক নির্দেশনায় জনাব একেএম আজমল হুদা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালী এর নেতৃত্বে অদ্য ইং ১২-০৭-২০২৪ তারিখ পটুয়াখালী জেলার পটুয়াখালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ)/সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পটুয়াখালী থানাধীন পটুয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ ব্যায়ামাগার মোড় সংলগ্ন নোভা ডায়াগনস্টিক সেন্টার এর উত্তর পাশে রিয়াদ স্টোরের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১।
মোঃ আঃ মালেক (৪৭), পিতা-মৃত তোজাম্বর আলী মীর, সাং-থানাপাড়া, ৭নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, থানা ও জেলা-পটুয়াখালীকে সাদা টিস্যু দ্বারা মোড়ানো সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ২৫(পচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ২.৫(দুই দশমিক পাঁচ) গ্রাম, অবৈধ বাজার মূল্য অনুমান (২৫×৩০০)=৭,৫০০/-(সাত হাজার পাঁচশত) টাকা সহ ইং ১২-০৭-২০২৪ তারিখ রাত ০০:১০ ঘটিকার সময় আটক করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।