আজ সকাল সাড়ে ৮টায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শহরের মোক্তারপাড়া ঈদগাহ মাঠে।
এ সময় নামাজে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পৌর মেয়র নজরুল ইসলাম খান ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ঈদগাহ মাঠ ও মসজিদে মসজিদে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






