পটুয়াখালীর গলাচিপায় জাটকা ধরা রোধে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৬ মে) সকাল ১০
টায় উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদে ট্যাক অফিসার ও পল্লী বিদ্যুৎ সমিতি গলাচিপা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মাইনুদ্দিন এর উপস্থিতিতে জেলেদের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. নাসির উদ্দিন হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর ও প্যানেল চেয়ারম্যান মো. দুলাল প্যাদা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম হাওলাদার, সাধারণ সম্পাদক আবুল কাসেম হাওলাদার, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি এমাদুল মাঝি, উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি অফিস সহকারী বিপ্লব ছৈদ্যাল ও শুধাংসু হালদার, মহিলা মেম্বর, ৯টি ওয়ার্ডের মেম্বর সহ আরো অনেকে। এ সময় গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. নাসির উদ্দিন হাওলাদার বলেন, জাটকা আহরণ বন্ধ রাখার জন্য এবং মৎস্য সম্পদকে টিকিয়ে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জেলেদের মাঝে চালের ব্যবস্থা করেছেন।
ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত জাটকা ধরা নিষেধ। তাই এই সময়ে জাটকা ধরা রোধে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গোলখালী ইউনিয়নে ২ মাসে ৯টি ওয়ার্ডে ১৪০৬ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়েছে।