পটুয়াখালীতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীতে ‘টেকসই অর্থনীতি বিনির্মাণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল হক তালুকদার।
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটটের কনফারেন্স রুমে অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক জনাব মো: নূর কুতুবুল আলম। সেমিনারে পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, জেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন কারিগরি ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, গণমাধ্যম কর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, তরুণ সংগঠকরা উপস্থিত ছিলেন।
###