সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় চালবন এলাকায় অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ সহ ১ জন কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ ডিবি জানায়, গোপন সংবাদের বিত্তিতে জেলা পুলিশ সুপার এহসান শাহ্ নির্দেশনায় গোয়েন্দা পুলিশ (ডিবি)ওসি নন্দনকান্তি ধর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ সহ চালবন এলাকার মৃত আব্দুল আজিদের ছেলে দরবেশ আলী কে আটক করে গোয়েন্দা পুলিশ।
আটক নিশ্চিত করে (ডিবি)ওসি নন্দনকান্তি ধর জানান মাদক সহ সকল প্রকার অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ সহ দরবেশ কে আটক করা হয়েছে, আটককৃতর বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।