পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় রায়হান ঢালী (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও দুই আরোহী।
নিহত রায়হান উপজেলার নলুয়াবাগী ইউনিয়নের বাদুরা গ্রামের নিজাম ঢালীর ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসায় হাফেজি পড়তো। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৯ টায় গলাচিপা-পটুয়াখালী সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর চালক আবদুর রহমান (৩৫) সহ পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান তার বড় ভাই মেহেদী হাসানকে নিয়ে গলাচিপা থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল যোগে পটুয়াখালী যাচ্ছিলো।
সেখান থেকে তার ঢাকায় মাদ্রাসায় যাওয়ার কথা ছিলো। গলাচিপা-পটুয়াখালী সড়কের তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির পিকআপ ভ্যানটি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়। অপর গুরুতর আহত রায়হানের বড় মেহেদী হাসান ও মোটরসাইকেল চালককে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গলাচিপা থানার (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, চালকসহ গাড়িটি আটক করা হয়েছে। লাশ থানায় নিয়ে আসা হয়েছে।