সমপ্রতি ‘স্বপ্ন’ নামের পর্যটক বহনকারী একটি হাউসবোট নৌকার টয়লেটে গোপন ক্যামেরা রাখার বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকে এলাকায় আলোচনা জ্বর বৈছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে বিষয়টি নিয়ে হৈ-চৈ শুরু হয়।
ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পর্যটক জাহিদুর রহমান জানান- ‘টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের উদ্দেশ্যে গত শনিবার তিনি স্বপ্ন হাউসবোটে উঠেন। পরদিন দুপুরে তিনি হাউসবোটের টয়লেটে গেলে কাপড়ে মুড়ানো একটি ক্যামেরা চোখে পড়ে। তাতে সন্দেহ হলে কাপড়টি হাতে নিয়ে তিনি কাপড়ে মোড়ানো একটি গোপন ক্যামেরা দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় কয়েকজন সাংবাদিককে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক আর একজন নারী পর্যটক বলেন, এটি নারী পর্যটকদের ব্ল্যাকমেল করার জন্য কিছু খারাপ প্রকৃতির লোকের কাজ। এমন ঘটনায় হাউসবোটে ভ্রমণ করা খুবই বিপদজ্জনক। এই অপকর্মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান ওই নারী পর্যটক।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান রনি বলেন, বিষয়টি দুঃখজনক। বিষয় টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
হাউসবোটের ম্যানেজার সোহেল মিয়া বলেন- তিনি ঘটনার সময় হাউসবোটে ছিলেন না, বিষয়টি শুনে ঢাকা থেকে এসে বিষয়টি থানা-পুলিশকে জানিয়েছেন।