পটুয়াখালীর গলাচিপায় চরবাংলা চরের সরকারী খাস জমি বন্দোবস্তো পাওয়ার দাবীতে কৃষক মজুর সংহতির ব্যানারে চর বাংলার ৩২০ ভূমিহীন পরিবারের
সদস্যদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক,উপজেলা নিবাহী কমকর্তা, সহকারী কমিসনার ভুমির কাছে স্মারক লিপি পেশ কর্মসূচি পালন করেছেন। বুধবার সকাল ১০ টায় গলাচিপা চত্বরে মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে এক কিঃ মিঃ সড়ক প্রদক্ষিণ উপজেলা নিবাহী কমকর্তার কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ করে ভূমিহীন নারী- পুরুষ সদস্যরা।
পরে উপজেলা নিবাহী কমকর্তার কাছে চরবাংলার ভূমিহীন ৩২০ পরিবারে মধ্যে খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবী সম্বলিত একটি স্মারক লিপি পেশ করেন সংহতির নেতৃবৃন্দ। মানববন্ধন পালনকালে উক্ত দাবীতে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক- মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নীলু, সহ-সভাপতি এস এম আমজাদ হোসেন, সদস্য রুবিনা ইয়াসমিন, গলাচিপা উপজেলা শাখা কৃষক- মজুর সংহতির আহবায়ক মোঃ সিরাজ খান, সদস্য সচিব মোঃ শাহাবুদ্দিন হাওলাদার, সাকিবুল ইসলাম শাফিন, সালমা বেগম প্রমুখ।
এ সময় কন্দ্রীয় নেতা দেওয়ান আব্দুর রশিদ নীলু বলেন একশ্রেনীর প্রভাবশালী ভূমী চক্র ভূয়া চর্চা ম্যাপ করে খাস জমি দখল করার পায়তারা করছেন। তিনি এব্যাপার জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভূমিহীনদের নামে খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবী করেন। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে চরবাংলা চরের দুই শতাধিক ভূমিহীন নারী- পুরুষ অংশগ্রহণ করেন।