দশটি ঘর আগুনে পুড়ে ছাই হলো রান্না ঘরের আগুনে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবি গ্রামে মৃত্যু মেহের আলীর ছেলে মজলু আলীর বাড়ির দশটি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার দুপুরে রান্নাঘরের আগুন থেকে আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে দেড় ঘন্টা চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
পরিবার ও স্থানীয়রা জানায়, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনা স্থলে এসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুইটি মোটরসাইকেল তিনটি ফ্রিজ ও নগদ অর্থসহ বাড়ীর আসবাবপত্রসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শ্যামপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, আমি খবর পাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করেছি। তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।
আমি খবর পাওয়ার সাথে সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কে জানিয়েছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে আমাদের জানিয়েছে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস এর অফিস ইনচার্জ খন্দকার আকবর আলী জানান, দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছি রান্না ঘরের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে,ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে ।
দশটি ঘর আগুনে পুড়ে ছাই