চাপাই নবাবগঞ্জে জেলা শিবগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে নিজ বাড়ি থেকে হিরাইন ও ইয়াবাসহ আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হলো শিবগঞ্জ উপজলার শ্যামপুর ইউনিযনের আজগুবী গ্রামের মৃত মজনু আলমর ছেলে সাকিরুল ইসলাম রনি। স্থানীয়রা জানায়, সাকিরুল ইসলাম রনি ইতিপূর্ব তিনি দুইবার মাদকসহ পুলিশের হাত আটক হয়েছিল।
তার বিরুদ্ধে দুইটি মাদক মামলা চলমান রয়েছে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়র আহাম্মদ জানান , সাকিরুল ইসলাম রনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গাপন সংবাদের ভিত্তিত সামবার দুপুর তাকে ২৫ গ্রাম হিরাইন একশ টি ইয়াবা ট্যাবলট, তিনটি মাবাইল ফান ও সাড়ে ৪ হাজার টাকাসহ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইন মামলা হয়েছে এবং জেলা কারাগারে তাকে পাঠানো হয়েছে।