পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, প্রায় দুই শতাধিক নারী-পুরুষ প্রধান শিক্ষকদের সমন্বয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।
মাসিক সভায় শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদান, অবকাঠামো সংস্কার সহ স্কুল আঙ্গিনায় পরিবেশ সুন্দর রাখা, শিক্ষকদের গুণগত শিক্ষা উন্নয়নে সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মোঃ কামাল, মোঃ রফিকুল ইসলাম, ইউআরসি ইন্সপেক্টর মোঃমাহবুব আলম শিকদার, প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি রিন্টু কুমার রক্ষিত ও সাধারণ সম্পাদক নুসরাত জাহান আনা প্রমুখ।