নতুন রাষ্ট্রপতির শপথ ও মো. আবদুল হামিদের বিদায়। আজ সোমবার ঢাকায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাসহ গণ্যমান্য ব্যক্তিরা। এদিন বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা গার্ড অব অনার দেন। ফুলেল শুভেচ্ছায় বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বিদায় জানান বঙ্গবভনের কর্মকর্তা–কর্মচারীরা।