চাঁপাইনবাবগঞ্জের ৩ আলম আলী (৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য এবং সুন্দরপুর এলাকার আবুলের ছেলে । স্থানীয়রা জানায়, দুপুর একটার দিকে ৭-৮ জনের একটি দূর্বৃত্ত দল নবাব মোড়ে এসে অর্তকিতভাবে আলমকে কোপাতে থাকে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে দূর্বৃত্তরা পালিয়ে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যায়। নিহতের স্ত্রী জুলেখা বেগম অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালী জেলা পরিষদ সদস্য আবদুস সালামের নেতৃত্বে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তবে আবদুস সালাম অভিযোগ অস্বীকার করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে ইউপি সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন। হাসুয়ার কোপে তার মাথায় রক্তক্ষরণ হয়েছে। এছাড়া ড
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






