পটুয়াখালীর মাদক সম্রাট শাহালোম গোয়েন্দা পুলিশের অভিযানে আটক, শুধু তাই নয় সাহালোমের ফ্যামিলির একাধিক ব্যক্তির নামে রয়েছে অগণিত মাদকের মামলা।
উল্লেখ্য, পটুয়াখালী থানাধীন পটুয়াখালী পৌরসভার ০৬নং ওয়ার্ডস্থ স্বনির্ভর রোড, চরপাড়া , (ওয়ায়েজীয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বে ) ধৃত আসামী মোঃ শাহ আলম মাতবর(৫১) এর সেমিপাকা টিনসেড বসত ঘরের পশ্চিম পার্শ্বের কক্ষের দরজার সামনে হইতে আসামী মোঃ শাহ আলম মাতবর (৫৯), পিতা- মৃত হযরত আলী মাতবর , মাতা- সোনাবরু, সাং- স্বনির্ভর রোড, চরপাড়া , (ওয়ায়েজীয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বে ) , পটুয়াখালী পৌরসভা, ০৬ নং ওয়ার্ড, থানা- জেলা -পটুয়াখালীকে অদ্য ০৫/০৪/২০২৩ তারিখ ২১.০৫ ঘটিকার সময় সাদা পলিথিন দ্বারা বিশেষভাবে তৈরী মালা আকৃতির ০৫ টি ছড়া, যার প্রতিটি ছড়ায় ৩০(ত্রিশ) পিচ করিয়া ইয়াবা ট্যাবলেট, সর্বমোট ০৫ x ৩০=১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যার ওজন ১.৫ গ্রাম, মূল্য অনুমান ১৫০ x ৩০০= ৪৫,০০০/-(পয়তাল্লিশ হাজার) টাকা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে, ধৃত আসামী মোঃ শাহ আলম মাতবর এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৯ টি এবং বিএমপি কোতয়ালী থানায় ০১টি মামলা, ধৃত আসামীর স্ত্রী মোসাঃ নিলুফা বেগম এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৮ টি মামলা, ধৃত আসামীর মেয়ে সালমা বেগম এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ১২টি মামলা, ধৃত আসামীর ছেলে মোঃ সোহেল মাতবর এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ১৯টি মামলা, ধৃত আসামীর ছেলে মোঃ সোহেল এর ছোট স্ত্রী মোসাঃ দোলা বেগম এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৫ টি মামলা, ধৃত আসামীর ছেলে মোঃ সোহেল এর বড় স্ত্রী মোসাঃ শিল্পী বেগম এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৪ টি, ধৃত আসামীর মেয়ে রুপা বেগম এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৬ টি মামলা, ধৃত আসামীর মেয়ে তানিয়া আক্তার এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০১ টি মামলা, ধৃত আসামীর মেয়ে সালমার জামাই মোঃ জলিল শরীফ এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৪ টি মামলা রয়েছে।
পটুয়াখালী জেলা পুলিশ মাদক সম্রাট শাহ আলমের ফ্যামিলিকে ভালো পথে আনার জন্য একাধিকবার চেষ্টা করেছেন, স্বাভাবিক জীবনে এসে কিভাবে কর্ম করে জীবন যাপন করবেন তার জন্য দিয়েছিলেন নগদ অর্থ ও সেলাই মেশিন তারপরেও ভাল করতে পারেনি এই মাদকসম্রাট ফ্যামিলিকে।
পটুয়াখালী জেলা পুলিশ জেলা কে মাদকমুক্ত করতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।