পটুয়াখালীর গলাচিপায় সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য সড়ক ও হাট বাজারে ওসির তৎপরতা দেখা গেছে। পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে হাট বাজার, মার্কেট ও জনসমাগম স্থলে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন।
বুধবার (৫ এপ্রিল) দিনভর উপজেলার প্রধান প্রধান হাটবাজার পরিদর্শন করেন তিনি। যানজট নিরসনে তিনি গলাচিপা সদর রোড, ফেরিঘাট, হরিদেবপুর খেয়াঘাট, পূর্ব বাজার, আমখোলা বাজার, মুশুরীকাঠি স্লুইজ ঘাট, বাদুরা বাজার, মুদির হাট, জুলেখার বাজার, বউ বাজার, কাটাখালী বাজার, উলানিয়া বাজার, চিকনিকান্দী বাজার, তেতুলতলায় থানা পুলিশ নিয়ে মানুষকে সতর্ক ও সচেতন করেন। এ সময় স্থায়ী দোকানদার, মাছ ও সবজি ব্যবসায়ী, ভাসমান ও মৌসুমী ব্যবসায়ী, মোটর সাইকেল চালক, ট্রাক ও বাস চালকদের রাস্তার উপর দোকান এবং গাড়ি পার্কিং না করতে অনুরোধ করেন।
এতে রোজাদার ও সাধারণ মানুষেরা চরম দূর্ভোগে পরে। তাই হাটবাজারে সকল সময়ে অবাধ ও নিরবচ্ছিন্ন চলাচলের জন্য সড়কে অনিয়ম প্রতিরোধ করতে আহবান জানান। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, যানজট দূর করতে যত্রতত্র রাস্তার উপর কোন গাড়ি না রাখার জন্য সকলকে সচেতন ও পরামর্শ দিচ্ছি। পুলিশ জনগণের বন্ধু। জনগণের জান, মাল নিরাপত্তার জন্য আমরা সবসময় তাদের পাশে আছি এবং থাকব।