ফরিদপুরের চরভদ্রাসন সদর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ফলের ও মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে চরভদ্রাসন থানা পুলিশ।
সত্যতা যাচাইয়ের জন্য, চরভদ্রাসন অফিসার ইনচার্জ মোঃসেলিম রেজার নেতৃত্বে সদর বাজারের বিভিন্ন ফলের দোকান ও মিষ্টির দোকানে প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি অবৈধ ভাবে প্রায় ১০০ গ্রাম ওজনের ঠোঙ্গা জব্দ করিয়া
সবাইকে প্রথমবার সতর্ক করা হয়, তারপরে ঠোঙ্গাগুলো প্রকাশ্যে পুরানো হয়।
চরভদ্রাসন থানার অফিসার মো:সেলিম রেজা জানান, এক শ্রেণীর ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অসৎভাবে ব্যবসা করে ক্রেতাদের ঠকিয়ে আসছিল তারই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, চরভদ্রাসন থানার এস আই কামরুল, এএসআই আকরাম, এএসআই সিমন সহ সংগীয় ফোর্স।