সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াং মাইন্ড অরগানেজেশন (ওয়াইএমও) ট্রাষ্টের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে গাইড বই বিতরণ অব্যাহত রয়েছে এই প্রতিষ্ঠানটি ২০১২ সাল থেকে প্রতি বছর শিক্ষার্থীদের মধ্যে গাইড বই বিতরণ করে আসছে।
বৃহস্পতিবার (২৩মার্চ) দুপুর ১২টায় পৌর সদরের কামাল কমিউনিটি সেন্টারে ওয়াইএমও ট্রাষ্টের অফিসে গাইড বই বিতরণ পূর্বক আলোচনা সভায় ওয়াইএমও ট্রাষ্টের জগন্নাথপুরের ম্যানেজার সুজন আহমদ শুভ এর সভাপতিত্বে ও এই প্রতিষ্ঠানের শিক্ষক জসিম উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ওয়াইএমও ট্রাষ্টের জগন্নাথপুর শাখার অর্থ সম্পাদক মো. নাহিদ আহমদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও শিক্ষক গোলাম সারোয়ার, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ইকবাল হোসাইন, আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সেলাই মিশিন প্রশিক্ষক মোছা. খাদিজা বেগম, সমাজ সেবক সাজু মিয়া প্রমুখ। মোট ৩১ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় এক লক্ষ ৪হাজার টাকা বই বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০১২ সাল থেকে ওয়াইএমও ট্রাষ্টের পক্ষ থেকে গরিব, অসহায় শিক্ষার্থীদের মধ্যে বই,খাতা,কলম সহ শিক্ষার্থীদের নানান অনুদান দিয়ে আসছে। পাশাপাশি ফ্রি কম্পিউটার প্রশিক্ষন ও ফ্রি সেলাই মিশিন প্রশিক্ষন দিয়ে আসছে।