থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তিন দিনব্যাপী “এশিয়া প্যাসিফিক ফোরাম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইয়ুথ ফোরাম ২০২৩” এ অংশগ্রহণ করেছেন পটুয়াখালীর কীর্তি সন্তান যুব সংগঠক ও সাংবাদিক জহিরুল ইসলাম।
ব্যাংককের হোটেল স্কাই-ভিউ সুকুম্বিত ২৪ এ অনুষ্ঠিত (মার্চ ১৮-২০) তিন দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছে ৬সদস্যের প্রতিনিধি দল।
অধিকার এখানে, এখনই (আর.এইচ. আর.এন) প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করে এশিয়ান প্যাসিফিক রিসোর্স এন্ড রিচার্জ সেন্টার ফর উইমেন (এ্যারো)।
শনিবার (১৮ মার্চ) স্থানীয় সময় সোয়া এগারোটায় এশিয়া প্যাসিফিক ফোরাম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইয়ুথ ফোরাম ২০২৩” এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি, এমপি।
এই সম্মেলনে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছে নারীপক্ষের সিনিয়র প্রজেক্ট অফিসার তাহসিন রহমান ও শাকিলা ইসলাম, তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের সংগঠক জহিরুল ইসলাম, তারুণ্যের কন্ঠস্বরের ভোলা জেলা সহ-সমন্বয়কারী মোঃ আব্দুল্লাহ আল নোমান, উইক্যান প্রধান নির্বাহী ওমর ফারুক, ইয়ুথ পলিসির ফোরামের এ্যাসোসিয়েট মোঃ তাহসীন আহমেদ।
জহিরুল ইসলাম পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও ইয়েস বাংলাদেশের জেলা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেন।
এছাড়াও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, এসএ টেলিভিশন ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি।
এবারের সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-২০৩০) এর লক্ষ্যমাত্রা ৬. সকলের জন্য পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করা। ৭. সকলের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানি সহজলভ্য করা। ৯. অভিঘাতসহনশীল অবকাঠামো নির্মাণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নের প্রবর্ধন এবং উদ্ভাবনার প্রসারণ। ১১.অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, অভিঘাতসহনশীল এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তোলা ও ১৭. টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব উজ্জীবিতকরণ ও বাস্তবায়নের উপায়সমূহ শক্তিশালী করা বিষয়ে আলোচনা করা হয়েছে।
সম্মেলনে সরাসরি ও অনলাইনে ৩৬টি দেশের প্রায় সহস্রাধিক যুব সংগঠক ও স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা।