“বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরি নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপাতে ও পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস কর্তৃপক্ষ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন । উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.মহিউদ্দিন আল হেলাল। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী,
নির্বাচন অফিসের অফিস সহকারী মো. আবু জাফর, অফিস সহায়ক মো. আব্দুস ছোবাহান ও ডাটা এন্ট্রি অপারেটর মো. আরিফুল হক।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কর্মকর্তা নির্বাচন অফিসের সকল কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া নতুন ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন।