ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রানী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে গত মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় আড়াইশো শিশুর মাঝে ডিম ও দুদ্ধজাত খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারী থেকে ১লা মার্চ পর্যন্ত উপজেলায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ পালন করা হয়েছে। সেবা সপ্তাহর অংশ হিসেবে উপজেলা সদরের বিএস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববতী বাদুল্ল্যাহ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মদিনাতুল উলুম মাদ্রাসার শিশুদের মাঝে ডিম ও দুদ্ধজাত খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেফায়েত-উল-হাসান, ডাঃ রবিউল ইসলাম ও শিক্ষক শিরিন সুলতানা কাকন উপস্থিত থেকে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মুখে ডিম ও দুদ্ধজাত খাদ্য সামগ্রী তুলে দেন। ওই দিন প্রতিটি শিশুকে একটি করে ডিম ও একটি করে দুদ্ধজাত মিষ্টি সহ মোট আড়াইশো শিশুকে ২৫০টি ডিম ও ২৫০টি মিষ্টি খাওয়ানো হয়।