দ্বিতীয় দফায় বাড়ানো হলো হজযাত্রীদের নিবন্ধনের সময়। সাত দিন সময় বাড়িয়ে আগামী ৭ মার্চ পর্যন্ত নিবন্ধনের সময় ধার্য করেছে ধর্ম মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক পূর্বের সিরিয়াল বহাল রেখে ৪৫ হাজার ৫১৪ পর্যন্ত নির্ধারণ করা হলো।
বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক পূর্বের সিরিয়াল বহাল রেখে আট লাখ ৪৬৭ পর্যন্ত নির্ধারণ করা হলো। কোটা পূর্ণ হওয়ার সাথে সাথে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। আগের সময় অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। এরমধ্যে গত ২২ ফেব্রুয়ারি নিবন্ধনের সময় পাঁচদিন বাড়ানো হয়।