পটুয়াখালীর গলাচিপায় ৫০ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৪ টি সেবা কর্নারের উদ্বোধন করেছেন পটুয়াখালী ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা।
এর মধ্যে করোনা, ডেঙ্গু সহ বিভিন্ন রোগে আক্রান্ত সংকটপূর্ন রোগীদের জন্য ডেডিকেটেড ইউনিট। শিশুমৃত্যুর হার কমাতে স্পেশাল কেয়ার নবজাতক ইউনিট (স্ক্যানু), কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কর্ণার ও নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা দিতে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ কর্ণার। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এসব সেবা কর্নারের উদ্বোধন করেন তিনি।
নতুন সেবা কর্নার উদ্বোধনকালে মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা সাংবাদিকদের বলেন, ‘আজকে সবচেয়ে আনন্দের বিষয় এই যে হাসপাতালে আমরা নতুন ৪টি সেবা সংযোজন করতে পেরেছি। এখন থেকে এই অঞ্চলের মানুষ এসব সেবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিতে পারবে।’ এসময় তিনি হাসপাতালের এক্স -রে রুমের গুনগত অবস্থা পর্যবেক্ষণ করে ও দ্রুততম সময়ে এ সেবা চালুর আশ্বাস দেন। এছাড়া তিনি হাসপাতাল কর্তপক্ষ ও ডাক্তারদের সেবা প্রদানে সন্তুষ্টি প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আবদুল মমিন এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার মো. তারিকুল ইসলাম হাসিবের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল। এছাড়া উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি হিসেবে এস আই মহসিন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সামসুদ্দিন সানু ঢালী, পানপট্টি ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, চিকনিকান্দ্রী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
এছাড়া হাসপাতালের সকল মেডিকেল অফিসার, সিনিয়র নার্স, হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০শয্যা থেকে ১’শত শয্যায় উন্নতী করন, নৌ-এ্যাম্বুলেন্স মডিফিকেশন, হাসপাতালে দর্শনার্থী প্রবেশ সীমিতকরণ, উচ্চ ক্ষমতা সম্পান্ন জেনারেটর ক্রয়, এক্স- রে রুম চালু, হাসপাতালে সীমানা প্রাচীর ও কোয়াটারের সুরক্ষা গেট নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালচনা এবং জরুরী বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আবদুল মমিন সাংবাদিকদের বলেন, আজকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে সেখানে হাসপাতাল পরিচালনার বিভিন্ন বিষয় আলোচনা ও সিদ্ধান্ত হয়। এছাড়া আজকে নতুন কয়েকটি সেবা কর্নার চালু হয়েছে। তার মধ্যে অন্যতম স্পেশাল কেয়ার নবজাতক ইউনিট ‘স্ক্যানু’। এখানে ভেন্টিলেটর ছাড়া প্রায় সব ধরনের সেবার সুবিধা রয়েছে।
এ ইউনিটে নবজাতকের জন্য রয়েছে ৮টি সেপটিক এরিয়া বেড। এছাড়া ফটোথেরাপি সেবা, রেডিয়েন্ট ওয়ার্মার ও কম ওজনের নবজাতকদের বিশেষ সেবা দেওয়া হবে। তিনি আরো বলেন, করোনা আক্রান্তসহ যে কোনো সংকটপন্ন রোগীদে জন্য ডেডিকেটেড ইউনিট ও কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে এবং তাদের মাঝে সচেতনতা গড়ে তুলতেই “কৈশোর বান্ধব স্বাস্থ্য কর্নার” গড়ে তোলা হয়েছে। এছাড়া মুমূর্ষু রোগীদের এখন জরুরি প্রয়োজনে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ কর্ণার থেকে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।